৫ আগস্ট, ২০২১ ১৭:৫৭

পরীমণির বাসায় যাতায়াতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: র‌্যাব

অনলাইন প্রতিবেদক

পরীমণির বাসায় যাতায়াতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: র‌্যাব

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণি। তিনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন পরী। তার বাসায় একটি মিনি বারও রয়েছে। আর চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমণির বাসায় এসব মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন। এছাড়া যারাই তার বাসায় যাতায়াত করতেন তালিকা করে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকালে র‍্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন।

র‌্যাব বলেন, নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করতো। ভুক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে এসব বিষয়ে তদন্ত করা হবে। অতিমাত্রায় মাদক সেবন করতেন। সেজন্য ব্যক্তিগত বাড়িতে নিজেই মিনিবার তৈরি করেছেন।

খন্দকার আল মঈন বলেন, পরীমণি লাইভে এসে কেন এই ভিডিও করল সেটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা সেটি দেখা হচ্ছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে, পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

এর আগে বুধবার রাতে র‌্যাব অভিযান শেষে পরীমণিকে আটক করে। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজকেও তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর