সদ্যোজাত পুত্র সন্তান ঈশানকে নিয়ে বাড়ি ফিরলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। সোমবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় মা এবং সন্তানকে। দুজনেই সুস্থ রয়েছেন।
আজও নুসরাতের পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরাত সন্তানকে নিয়ে গাড়িতে ওঠার পর সেই গাড়ি নিজে চালিয়ে বাড়ি নিয়ে যান যশ। এখন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে সন্তানকে নিয়ে নুসরাত থাকবেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত জাহান। হাসপাতাল সূত্রে খবর ছিল, নবজাতকের বেশ কিছু পরীক্ষা করা হবে। সেই পরীক্ষাগুলির রিপোর্ট ঠিক এলে গত রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল মা এবং ছেলের। কিন্তু এক দিন পর, অর্থাৎ আজ সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত এবং তার সদ্যোজাত সন্তান।
হাসপাতালের বাইরে রাখা কালো কাচ দেওয়া গাড়িতে উঠে গেলেন তিনি। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। তার কোলেই ছিল নুসরাতের সদ্যোজাত। হাসপাতাল থেকে ছাড়ার আগে মা এবং ছেলের স্বাস্থ্যপরীক্ষা করেন চিকিৎসক। সোমবার সকালে নুসরাতকে হাসপাতাল থেকে ছাড়ার যাবতীয় কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন তারা।
শিশু চিকিৎসক শান্তনু রায় জানিয়েছিলেন, জন্মের পর নুসরাতের শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে। থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিন-সহ বাকি পরীক্ষার ফল ঠিক এলেই মা এবং সন্তানকে ছেড়ে দেওয়া হবে।
জন্মের সময় শিশুর ওজন ছিল ২.৯ কেজি। যশ ও নিজের নামের সঙ্গে মিলিয়ে, নুসরাত ছেলের নাম রেখেছেন ঈশান। যদিও হাসপাতালের কাগজে ছেলের পরিচয় হিসেবে নিজের নামই উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, ঈশানকে নিজের কাছেই রাখছেন নুসরাত। নিজের কাছ ছাড়া করতে চাইছেন না।
সূত্র: আনন্দবাজার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন