বলিউড এখন হিটলারের জার্মানিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ।
সম্প্রতি বলিউডে কিছু পরিবর্তন লক্ষ করছেন উল্লেখ করে এই বর্ষীয়ান অভিনেতা বলেন, “সরকারের হয়ে কথা বলবে, এমন ছবি তৈরি করার জন্য বেশি উৎসাহ দেওয়া হচ্ছে। সেই সব ছবি তৈরির জন্য আর্থিক সাহায্যও দেওয়া হচ্ছে।”
এ সময় তিনি বর্তমান বলিউড ইন্ডাস্ট্রির অবস্থার সঙ্গে হিটলারি জামানার জার্মানির তুলনা করেছেন। তিনি বলেছেন, “সেই সময়ও বিশ্বমানের পরিচালকদের নাৎসি আদর্শ নির্ভর ছবি তৈরি করতে বলা হত।”
তিনি আরও বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে একটিই ঈশ্বর। সেটা হল ধন। তুমি যত বেশি টাকা এনে দিতে পারবে, তোমাকে তত বেশি শ্রদ্ধা করা হবে।”
এ প্রসঙ্গে বলিউডের তিন খানের উদাহরণ দিয়েছেন নাসিরুদ্দিন।
বিডি প্রতিদিন/কালাম