সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বিপরীতে বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির নাম ঠিক না হওয়া একটি ওয়েব সিরিজের যে খবর বেরিয়েছে তা সত্য নয়। নওয়াজ নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
তিনি জানিয়েছেন, ‘আমি কোনও ওয়েব সিরিজ করছি না। আপাতত এটা থেকে এখন দূরে আছি। তাই ওই বিষয়টি (জয়ার সঙ্গে ওয়েব সিরিজ) পুরোটাই গুজব। আমি এমন কোনও প্রজেক্টে সাইনও করিনি। আপাতত তত দিন আর ওয়েব সিরিজ করব না, যত দিন না নিজে রোমাঞ্চিত হচ্ছি।’
এর আগে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার খবর প্রকাশ করে, বলিউডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। নকশাল আন্দোলনের গল্প নিয়ে নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।
বলা হয়, ১৯৬৭ সালে ভারতের নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন সায়ন্তন। সেখানে কমিউনিস্ট নেতা চারু মজুমদারের চরিত্রে নওয়াজ ও তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে জয়ার থাকার কথা ছিলো।
বিডি-প্রতিদিন/শফিক