কালো মেঘ কেটে উজ্জ্বল আকাশ ‘মান্নত’-এর মাথার ওপর। ২ অক্টোবর থেকে যে ঝড় বয়ে গেছে, তা থেকে সাময়িক স্বস্তি মিলেছে খান পরিবারের। গত বৃহস্পতিবার আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর হতেই নেট মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছিল। ‘মান্নত’-এর ছাদ থেকে শাহরুখের মতো হাত নাড়াতে দেখা গিয়েছিল খুদে আব্রামকে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ২৮ দিন আরিয়ানকে দেখে কান্না চেপে রাখতে পারেননি গৌরী, শাহরুখ। দাদাকে জাপটে জড়িয়ে ধরেছিল ছোট্ট ভাই। দেশের বাইরে থেকে ভিডিও কলে কেঁদে ফেলেছিল সুহানা। তবে কান্নাকাটির পর্ব শেষ আলোর উৎসবের প্রস্তুতি শুরু খান পরিবারের অভ্যন্তরে।
দীর্ঘ ২৮ দিন ধরে আরিয়ানের পরিচয় শাহরুখ পুত্র থেকে বদলে হয়েছিল কয়েদি নম্বর ৯৫৬। কখনো বিজ্ঞানের বই, কখনো বা রাম, সীতার কাহিনি পড়ে জেলের রুদ্ধদ্বার কক্ষে দিনরাত কাটিয়েছেন তিনি। জেরা ছাড়া কথা বলেননি কারও সঙ্গে। ঘরে ফিরলেও জীবনের এই কঠিন মুহূর্ত কাটিয়ে ওঠা সহজ হবে না আরিয়ানের জন্য। তাই সচেতন ও আধুনিক মা, বাবা হিসেবে প্রথম পদক্ষেপ হবে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করা। শাহরুখ, গৌরী সেইমতো মনোরোগ বিশেষজ্ঞকে আরিয়ানের জন্য দ্রুত নিয়োগ করতে চলেছেন। সূত্র : আজকাল,ইন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ