গরুপাচার মামলায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের সাংসদ ও অভিনেতা দেবকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
বুধবার দেবকে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে দেবকে হাজিরা দিতেও বলা হয়েছে।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, গরুপাচার মামলার অভিযুক্ত এনামুল হকের সঙ্গে নাকি দেবের কয়েকটি যোগসূত্র পাওয়া গেছে। তবে গরুপাচার কাণ্ডে দেব কীভাবে যুক্ত সে ব্যাপারে কিছু বলা হয়নি।
গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের বেশ কয়েক জন কর্মকর্তা ও কিছু ইনস্পেক্টরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। গরু পাচারের লাভের টাকার ক্ষেত্রে কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ স্পষ্ট হয়েছে বলে সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে।
সিনেমার গণ্ডি ছাড়িয়ে রাজনীতিতে সক্রিয় দেব ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে অংশ নেন। ঘাটাল আসন থেকে জয়লাভ করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন