১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানোরে মুক্তি পেয়েছে ভিন্নধর্মী শর্টফিল্ম 'সাইলেন্ট লাভ'। এতে অভিনয় করেছেন ফয়সাল হাসান ও ফারজানা রিক্তা।
পার্কে দেখা হয়ে যাওয়া একজন তরুণীর সঙ্গে আরেক তরুণের প্রেম প্রেম ভাব ও পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে একেবারে ভিন্নধর্মী গল্পে শর্টফিল্মটি নির্মাণ করেছেন এমডি কনক। শর্টফিল্মটির সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রনি শিকদার জিতু। আর চমৎকার বিজিএম করেছেন রাজ হৃদয়।
শটর্ফিল্ম প্রসঙ্গে ছোটোপর্দার জনপ্রিয় মুখ ও এই গল্পের নায়িকা ফারজানা রিক্তা বলেন, একডোম ছোট্ট, কিন্তু অনেক আবেগ ও আবেদনময় একটি গল্প। এরকম ভালোবাসার গল্প সচরাচর দেখা যায় না।
এদিকে, অভিনেতা ফয়সাল হাসান জানান, এই গল্পে কাজ করতে গিয়ে সত্যিকার ভালোবাসা সম্পর্কে অনুধাবন করতে পেরেছি। পরিচালকের কাছে কৃতজ্ঞতা- আমাকে এমন একটি গল্পে কাজের সুযোগ করে দেয়ার জন্য।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ