২১ মে, ২০২২ ১৭:৫৮

কান উৎসবের রেড কার্পেটে নারীর ভিন্নধর্মী প্রতিবাদ

অনলাইন ডেস্ক

কান উৎসবের রেড কার্পেটে নারীর ভিন্নধর্মী প্রতিবাদ

ছবি ডেইলি মেইলের।

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের দিকে নজর থাকে গোটা বিশ্বের। তাই প্রতিবাদের জন্য এই জায়গাটিকে বেছে নিলেন এক নারী। নিরাপত্তার বেড়াজাল ভেঙে রেড কার্পেটে পোশাক খুলে প্রতিবাদ জানাতে ঢুকে পড়েন তিনি! গায়ে তার আঁকা ইউক্রেনের পতাকা। সঙ্গে লেখা ‘আমাদের ধর্ষণ করা বন্ধ হোক’!

শুক্রবার ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’ নামের একটি সিনেমার প্রিমিয়ার চলাকালীন এই ভিন্নধর্মী প্রতিবাদের ঘটনা ঘটে। এ ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রক্তের দাগযুক্ত পোশাক পরে ওই নারী কানের লাল গালিচায় হঠাৎ করেই চিৎকার করে বিক্ষোভে ফেটে পড়েন এবং ছবি তোলার জন্য পোজ দেন। তবে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, গত মাসে তদন্তকারীরা ছোট ছোট শিশুদের যৌন নিপীড়নসহ রাশিয়ান সেনাদের দখলে থাকা এলাকায় ‘শত শত নারীকে ধর্ষণের ঘটনা’ উদঘাটন করেছেন। জেলেনস্কিও মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সময় প্রচারিত একটি ভিডিওতে তার দেশের প্রতি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।

সূত্র : বিবিসি, রয়টার্সডেইলি মেইল

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর