এবারের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তাঁর একক সংগীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’ আজ রাত ১০টা ৩০ মিনিটে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।
জানা গেছে, প্রতি বছর দশটি গান দিয়ে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান সাজানো হলেও এবার গান রাখা হয়েছে ৯টি। গানগুলোর শিরোনাম- তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের উপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য আমি।
উল্লেখ্য, ড. মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’, এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক