উপস্থাপনা দিয়ে পরিচিতি পাওয়া শ্রাবণ্য তৌহিদা এবার ঈদ উৎসবকে ঘিরে হাজির হচ্ছেন আলোচিত সংখ্যক শো নিয়ে, একইসঙ্গে অভিনয়ে করেছেন তিনটি নাটকে।
জানা গেছে, কুকিং শো, একঝাঁক জনপ্রিয় তারকাদের নিয়ে লাইভ শো, তারকাদের নিয়ে মজার শো, সাতজন ক্রিকেটারদের নিয়ে ঈদ শো- সবমিলিয়ে ৩০টির মতো শো করছেন শ্রাবণ্য তৌহিদা।
তার এসব বিভিন্ন শো-এর অতিথিরা হলেন পূর্ণিমা, অপু বিশ্বাস, অনন্ত জলিল, বর্ষা, মিম, ববি, নিরব, সিয়াম ও রাফসানসহ অনেকে। কুকিং শো-এর অতিথি টমি খান! ক্রিকেটারদের শো-তে আছে হাবিবুল বাশার, আশরাফুল ও আলামীনসহ সাতজন।
শ্রাবণ্য গণমাধ্যমকে জানিয়েছেন, গত ঈদে ২৭ টি শো করেছিলাম, এবার ৩০টি। সবগুলো টিভিতে প্রচার হচ্ছে। এবার সেলেব্রেটি টক শো লাইভ করছি, নতুন অভিজ্ঞতা।
শুধু উপস্থাপনা নয়, ঈদের প্রগতি প্রিমিয়াম চিনিগুড়া চালের দু’টি টিভিসি করেছেন শ্রাবণ্য। এছাড়া দু’টি বেসরকারি চ্যানেলের তিনটি নাটকে অভিনয় করেছেন বলে জানালেন সময়ের জনপ্রিয় এই উপস্থাপিকা।
উপস্থাপনার পাশাপাশি ডাক্তারি পেশায় জড়িত শ্রাবণ্য। দু’টি সামলানো কিছুটা চাপের হলেও তিনি সবকিছু সামলান ব্যালেন্স করে। বলেন, ডাক্তারি আমার পেশা হলেও উপস্থাপনা, অভিনয় ও টিভিসি হলো প্যাশন। সবার সাপোর্ট পাই, ভালোবাসা পাই এ কারণেই কাজের এনার্জি পাই।
বিডি-প্রতিদিন/শফিক