দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা পথচলার ২৫ বছর পূর্ণ করছে। রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার (১৫ জুলাই) থেকে পাঁচ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এটিএন বাংলা।
‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে ধারণ করে ১৯৯৭ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করে চ্যানেলটি। ওইদিন থেকে বিশ্বব্যাপী বাংলা ভাষার সম্প্রচারে ভূমিকা রাখতে শুরু করে চ্যানেলটি। এরপর ২০০১ সালে সংবাদ সম্প্রচার শুরু করে এটিএন বাংলা।
শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বরাবরই প্রাধান্য দিয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতে এটিএন বাংলা বদ্ধপরিকর।
দীর্ঘ পথ পরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এছাড়াও চ্যানেলটির প্রাপ্তির তালিকায় রয়েছে আরও অনেক সম্মাননা। রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত