ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে নজর কেড়ে নিলেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা জানান দিলেন পর্দায় ইন্দিরা চরিত্র ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি। বৃহস্পতিবার মুক্তি পেল তার এই ‘ইমার্জেন্সি’ সিনেমার ফার্স্ট লুক টিজার।
এই সিনেমা নিয়ে অনেকদিন ধরেই প্রস্তুতি চালাচ্ছিলেন কঙ্গনা। বিপুল খরচও করছেন। বিদেশ থেকে আনা হয়েছিল অস্কারজয়ী মেকআপ আর্টিস্টকে।
‘মণিকর্ণিকা’-র পর এটি কঙ্গনার পরিচালিত দ্বিতীয় সিনেমা।
টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “সেই নারীকে নিয়ে এলাম যাকে ‘স্যার’ বলা হত। শ্যুট শুরু।”
কিছুদিন আগেই কঙ্গনা তার ইনস্টা স্টোরিতে জানান অস্কারজয়ী প্রস্থেটিক রূপটান শিল্পী ডেভিড মালিনস্কি কাজ করছেন এই ছবিতে। ‘ডার্কেস্ট আওয়ার’ ছবির জন্য ২০১৮ বাফটা এবং অস্কার জিতে নেন ডেভিড মালিনস্কি। এছাড়া ‘ব্যাটমান’ ছবিতে ডেভিডের কাজ বেশ প্রশংসিত হয়। কারণটা একটা পর্দায় যাতে নিঁখুত মনে হয় কঙ্গনাকে।
‘ইমার্জেন্সি’ সিনেমাটি ১৯৭৫ সালের ভারতের জরুরি অবস্থাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। জরুরি অবস্থার ২১ মাসের সময়কে বড় পর্দায় তুলে ধরছেন কঙ্গনা। শোনা যাচ্ছে অপরাশেন ব্লু-স্টার এর প্রসঙ্গ ছুঁয়ে যাবে এই ছবি।
পরিচালকের পাশাপাশি এই ছবির প্রযোজকও তিনি। কঙ্গনা বলেন, “পরিচালকের টুপি পরলাম দ্বিতীয়বার। গত এক বছর ধরে এমার্জেন্সিতে কাজ করার পর বুঝতে পারলাম এটা আমার থেকে ভালো বানাতে আর কেউ পারবে না।”
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ