অনন্ত জলিল ও বর্ষার ‘দিন: দ্য ডে’ ছবির প্রদর্শনীতে আমন্ত্রণ পেয়েও বেশিরভাগ তারকারা গরহাজির ছিলেন। তবে রায়হান রাফির ‘পরাণ’ দেখতে যেন ঢল নেমেছিল শিল্পী, প্রযোজক ও পরিচালকদের। রাজধানীর সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘পরাণ’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে উপস্থিত হন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, শাবনাজ, রোজি সিদ্দিকী, আরিফিন শুভ, নিরব, পরীমণি, সিয়াম, সাইমন সাদিক, নিরব, তমা মির্জা, দীঘি, টয়া, শাওন, পূজা চেরি, মনিরা মিঠু, মাহিয়া মাহি, হিমি প্রমুখ।
এ ছাড়া প্রযোজক ও পরিচালক মুশফিকুর রহমান গুলজার, পরিচালক বদিউল আলম খোকন, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, আশফাক নিপুণ, নিয়ামুল মুক্তা, মিজানুর রহমান। এ ছাড়া অনেক শিল্পী, নির্মাতা ও প্রযোজকরাও উপস্থিত ছিলেন।
ত্রিভুজ প্রেমের ছবি ‘পরাণ’ এর মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান। তারাও হাজির ছিলেন প্রদর্শনীতে।
বিডি প্রতিদিন/ফারজানা