ইউরোপের অন্যতম সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন আগামী বছর যুক্তরাজ্যে অনুষ্টিত হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
নিয়ম অনুযায়ী বিজয়ী দেশ ইউক্রেনে আগামী এই আসর আয়োজন করার কথা ছিল। তবে যুদ্ধাবস্থার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে ইউরোভিশন কর্তৃপক্ষ।
তারা ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, ২০২৩ সালের এই সঙ্গীতের আসর বসবে যুক্তরাজ্যে।
তবে এখনও জানা যায়নি যুক্তরাজ্যের কোন শহরে বসবে এই জমকালো গানের আসর। এখন পর্যন্ত এ বিষয়ে ম্যানচেস্টার ও গ্লাসগো আগ্রহ প্রকাশ করেছে।
প্রতিযোগিতা পরিচালনকারী সংস্থা ইউরোপিয়ান ব্রডকাস্ট ইউনিয়ন বলেছে, ১০ হাজার দর্শক ধারণের ব্যবস্থা, আন্তর্জাতিক বিমানবন্দরের নৈকট্য এবং অন্তত ২ হাজার অতিথি, সাংবাদিক ও দর্শক রাখার মতো হোটেলের ব্যবস্থা করতে পারতে হবে আয়োজক শহরকে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল