২১ ফেব্রুয়ারিতে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজনে গান গাইবেন দিনাত জাহান মুন্নী। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮.২০ মিনিটে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে অংশ নিবেন এই কণ্ঠশিল্পী।
তিনি যে গানগুলো গাইবেন তারমধ্যে ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ, আমায় গেঁথে দাও না মাগো, আমার আট কোটি ফুল, ফেব্রুয়ারির একুশ তারিখ, মাগো আর কোনো দিন তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, যদি মরণের পরে, দাম দিয়ে কিনেছি বাংলা অন্যতম। শহীদ মিনারকে দৃষ্টিনন্দন সেটে দারুণ আকর্ষণীয় লাগবে বলে বললেন প্রযোজক লিটু সোলায়মান।
মুন্নী বলেন, দেশের জন্য গান গাইতে পারাটা ভাগ্যের ব্যাপার। এ জন্য মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। আমি মনপ্রাণ দিয়ে গাইবার চেষ্টা করেছি। আমার এ গান শুনে মানুষের মাঝে যদি বেশি বেশি দেশপ্রেম জেগে ওঠে, দেশের জন্য ভাবে, সেটাই আমার পরম পাওয়া।
বিডি প্রতিদিন/এএম