ক্রমেই কমছে ‘আদিপুরুষ’ সিনেমার আয়। রামায়ণের কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমাটি ষষ্ঠ দিনে ভারতে আয় করেছে মাত্র তিন কোটি ২৫ লাখ রুপি (নেট)।
সবমিলিয়ে সিনেমাটি ছয়দিনে আয় করেছে ১২০ কোটি রুপি (নেট)। এরমধ্যে মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটির আয় ছিল ১০৫ কোটি রুপি। খবর এনডিটিভি।
তেলেগু ভার্সনে মোটামুটি আয় করলেও প্রভাস, সাইফ আলি খান ও কৃতি শ্যানন অভিনীত সিনেমাটি হিন্দি ভার্সনে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। অনেকেই বলছেন, আদিপুরুষ হতে চলেছে ভারতের বক্স অফিসের ‘গ্রান্ড মাদার অব অল ডিজাস্টার।’
গত সোমবার থেকেই আদিপুরুষের আয় কমতে থাকে। অনেকেই বলছেন বাজে রিভিউ ও বিতর্কিত সংলাপের কারণে আদিপুরুষের এই বাজে দশা।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল