ঈদুল আজহায় দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। সরকারি অনুদানে নির্মিত ছবিটি সেন্সর ছাড়পত্র লাভের পর ঈদে মুক্তির চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক বলেন, অনুদানের টাকা নিয়ে ‘নয় ছয়’ এর অভিযোগ পুরনো! তবে অপু বিশ্বাস সেটা করেননি। যে টাকা অনুদান পেয়েছেন, তার চেয়ে বেশি টাকা লগ্নী করে প্রযোজক হয়ে ‘লাল শাড়ি’ নির্মাণ করেছেন তিনি। অনুদান তো বিনিয়োগ করেছেনই, সাথে যোগ করে আরও লগ্নী করেছেন।
তিনি বলেন, ‘আমি নিজে আগে কাজ করে দেখেছি অনুদানের ছবি ৩০ থেকে ৫০ পারসেন্ট টাকা ব্যবহার করা হয় না। কিন্তু সরকার যে টাকা অনুদান দেন তার সঙ্গে প্রযোজকের নিজের টাকা যুক্ত করে ছবি বানানো উচিত। আমাদের দেশের সব ছবির ক্ষেত্রে এই চর্চা নেই। কিন্তু অপু বিশ্বাস করেছেন। উনি বাড়তি অর্থ লগ্নী করেছেন। এই ছবিতে যারা কাজ করেছেন সবাই পরিচিত মুখ। যাকে যেখানে দরকার তাকে সেখানেই নেওয়া নিয়েছেন প্রযোজক।’
ছবিটির পরিবেশনা প্রতিষ্ঠান জানিয়েছে, ঈদে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সর্বাধিক হল পাবে। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পাবে ‘লাল শাড়ি’। সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ ইতোমধ্যে ২০টির মতো সিনেমা হল চূড়ান্ত হয়ে আছে। ঈদে ৩০টির মতো হল পাবে ‘লাল শাড়ি’।
‘তাঁত শিল্প’র ঐতিহ্য, উৎসব নিয়ে বন্ধন বিশ্বাস নির্মাণ করেছেন ‘লাল শাড়ি’। ছবিটিতে প্রথমবারের মতো অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু ও শাহেদ আলী প্রমুখ। ‘লালশাড়ি’র সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, দেশের কৃষ্টি কালচার ও অজানা তাঁত শিল্পের প্রেক্ষাপট উঠবে এ ছবিতে। তাই এর মাধ্যমে একটি ইতিবাচক বার্তা পাবে। মুক্তির আগে একটু টেনশন কাজ করছে। কারণ ছবি রিলিজের মধ্য দিয়ে অনেক দায়িত্ব কাজ করছে। আশা করছি ঈদের সবগুলো সিনেমা ভালো হল পাবে এবং সকল দর্শক তাদের নিকটস্থ হলে গিয়ে ‘লাল শাড়ি’ দেখবেন।
বিডি-প্রতিদিন/শফিক