পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন আরটিভি’র বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা। ‘বন্ধু-স্বজন’ শিরোনামে গানটির কথা লিখেছেন সাংবাদিক কামরুল হাসান জনি। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। স্টুডিও জয়ার ব্যানারে আগামী রবিবার গানটি মুক্তি পাবে।
গানটি সম্পর্কে সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‘গানের কথাগুলো যেকোনো শ্রোতার হৃদয়ে নাড়া দিয়ে যাবে। সেই অনুযায়ী ভালো সুর করার চেষ্টা করেছি। শ্রমও দিতে হয়েছে অনেক। স্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি অনলাইনের প্রায় সব প্লাটফর্মে পাবেন শ্রোতারা।’
কণ্ঠশিল্পী রাসেল মৃধা বলেন, ‘গীতিকার গানের কথাগুলো খুব যত্নে তুলেছেন। সুর ও সংগীত পরিচালনার কাজও চমৎকার হয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের খুবই ভালো লাগবে। আগামীতেও এমন ভালো ভালো গান উপহার দিতে চাই।’
গীতিকার কামরুল হাসান জনি বলেন, ‘আমার কাছে গান মানেই জীবনের গল্প। সবসময় চেষ্টা করি, গানের মাধ্যমে জীবন তুলে ধরতে। বন্ধু-স্বজন গানটিও তেমন একটি। এটি শ্রোতাদের পছন্দ হবে।’
গানটির সাউন্ড ডিজাইন করেছেন পল্লব দে, সম্পাদনায় ছিলেন উচ্ছল সরকার ও ভিডিও পরিচালনা করেছেন সঞ্জিত চক্রবর্তী।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ