অধিকাংশ লোকই তাকে বাউল শিল্পী জুলেখা সরকার হিসেবেই চেনে। বিভিন্ন ইউটিউব লাইভ আর গানের আসরে তাকে দেখা যায় নিয়মিত। মূলত বাউল গান করলেও স্বাচ্ছন্দ্য সব ধরনের গানেই। সে ধারাবাহিকতায় সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান এএ সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে জুলেখা সরকারের নতুন গান ‘যারে আপন ভাইবা’।
এই গানটির কথা লিখেছেন আবদুস সালাম। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। একই ব্যানারে জুলেখা সরকারের আরো অর্ধ ডজন গান তৈরি হচ্ছে বলে জানা গেছে।
নতুন গান প্রসঙ্গে জুলেখা সরকার বলেন, ‘এই গানটি আমার খুব প্রিয় গানগুলোর একটি। গানটি খুব যত্ন করে তৈরি করা। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’