দ্বন্দ্ব, সন্দেহ এবং নিজেকে খুঁজে ফেরার গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ঘোমটা’। নাটকটি রচনা করেছেন মাসুম মাহমুদ, পরিচালনা করেছেন অঞ্জন আইচ। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও জেরিন কাশফী রুমা।
নাটকের গল্পে দেখা যাবে, রঞ্জু নামের এক ব্যক্তি চান তার স্ত্রী সোনিয়া যেন মাথায় ঘোমটা দিয়ে থাকেন। কিন্তু সোনিয়া তা মানতে নারাজ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝগড়া বাঁধে, এক সময় ভেঙে যায় সংসার। এরপর রিনি নামের একজনকে বিয়ে করেন রঞ্জু। যে মেয়েটি মাথায় ঘোমটা দিয়ে থাকে সবসময়। আর সেটি নিয়েই তৈরি হয় নতুন সমস্যা। রিনির অতিরিক্ত ঘোমটা পরার স্বভাব অস্বস্তিতে ফেলে রঞ্জুকে। একপর্যায়ে রঞ্জু বুঝতে পারেন, তার নিজের মধ্যেও আছে এক অদৃশ্য ঘোমটা যার আড়ালে চাপা পড়ে আছে তার আসল রূপ। এই উপলব্ধিতে বেরিয়ে আসে রঞ্জুর আত্ম অনুসন্ধানের গল্প।
নাটকের রিনি চরিত্রে অভিনয় করা জেরিন কাশফী রুমা বলেন, "আমি মূলত মঞ্চে অভিনয় করি। গত ত্রিশ বছর ধরে বহু মঞ্চ নাটকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করে আসছি। খুব ভালো গল্প পেলে মাঝেমধ্যে টেলিভিশন নাটকে অভিনয় করি। ঘোমটা নাটকের গল্পটা চিরকালের। এই নাটকের প্রতিটি চরিত্রে দর্শক তার ভেতরের লুকানো মানুষটাকে দেখতে পাবেন। নাটকে আমার চরিত্রটি মনস্তাত্ত্বিক। অভিনয়ে নিজেক ভাঙা-গড়ার প্রচুর সুযোগ ছিল। চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার।"
পূর্বাচলে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে রঞ্জু চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। ‘ঘোমটা’ শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন স্টেশনের পর্দায় প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা অঞ্জন আইচ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ