রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় বুধবার বিকেল থেকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হচ্ছে। এ জন্য উত্তাল হয়ে উঠেছে দেশের নদ-নদীগুলো।
বৈরী এই আবহাওয়ার কারণে ঢাকার সদরঘাটসহ দেশের উত্তর, মধ্যাঞ্চলের নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঝড়ের কবলে পড়েছে বিমানও। নামতে পারেনি ঢাকায়। নামতে হয়েছে চট্টগ্রামে।
এমনই এক বিমানে ছিলেন উপস্থাপিকা ফারাজানা ব্রাউনিয়া। তিনি তার উদ্বেগ প্রকাশ করে রাত ১০টার দিকে ফেসবুকে লিখেছেন, 'প্রচণ্ড ঝড়। বিমান ঢাকায় নামতে পারেনি। চট্টগ্রামে অবতরণ করলো। প্রায় ২ ঘণ্টা আকাশের কালো মেঘের মাঝে ঝকুনি খেতে খেতে ভাবছিলাম, সন্তান, স্বর্ণকিশোরী আর ভালোবসার মানুষের কথা।'