গত রাতে এই মানুষটি আমার বাসায় এসেছিল। বললেন, পাশের একটি বাসায় তিনি ৪/৫ বছর ধরে প্রহরীর কাজ করছেন। আমার চাচার কাছ থেকে জানতে পেরেছেন আমার বাসা তার কাছেই। শুধু একবার আমাকে দেখার জন্য চাচাকে অনুরোধ করেছিলেন। আমি যখন তাকে খেতে দিয়েছিলাম তার হাত কাঁপছিল।
চাচা আমার সঙ্গে তাকে ছবি তুলতে বললেন। তিনি বললেন, 'কোনো প্রয়োজন নেই। আমার জীবন এখন সম্পূর্ণ।' আমাকে সরাসরি দেখার পর তিনি এখন শান্তিতে মৃত্যুবরণ করতে পারবেন।
এরপর আমি নিজেই তার সঙ্গে আমার মোবাইলে ছবি তুলেছি। পরে তাকে ছবিটি আমি দিবো। তার মতো এরকম লাখো মানুষ আছে যারা যেকোনো কিছুর চেয়ে ক্রিকেটারদের ভালোবাসেন। তাদের প্রার্থণার কারণেই আমরা খেলতে পারি। তাদের এ ভালোবাসা আমার জন্য অনেক গুরুত্ব বহন করে। তারা সামান্য উপার্জনে জীবিকা নির্বাহ করে। কিন্তু আমরা ভালো-খারাপ যা-ই করি না কেন, খেলাটা তারা ভীষণ ভালোবাসে এবং আমাদের জন্য প্রার্থনা করে। এসব মানুষেরাই আমার সত্যিকারের অনুপ্রেরণা। আরও ভালো করার চেষ্টা করবো যাতে সবার হাসিটা এমন অমলিন থাকে।
(লেখকের ফেসবুক পেজ থেকে নেয়া)
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ফারজানা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        