অপু বিশ্বাস,
বাংলা চলচ্চিত্রের রানী। তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার দি'ভাই।তোমার সৃজনশীল পথচলা, আমার এক বড় অনুপ্রেরণা। তোমার স্বচ্ছ বিচলন, আমার এক জোরালো মনোবল। আর তোমার কোমল স্নেহময় হৃদয়, শত নারীর অস্তিত্বের দর্পন। "#কাল_সকালে" (চলচ্চিত্র) তুমি এসেছিলে বাংলার চলচ্চিত্র জগতে। সেই থেকে তোমার এই জগতে সোনালী সকালটাই বিদ্যমান। বিরতিহীন বাণিজ্য সফল আর রুচিশিল একের পর এক ছায়াছবি উপহার দিয়েছ আমাদের। সিনেমাপ্রেমীদের জন্য তোমার সব থেকে বড় উপহারটা ছিল একটা সুন্দর পরিপূর্ণ জুটি। #শাকিব_খান ...#অপু_বিশ্বাস ❤️✌️
***এবার এই জুটির "#রাজনীতি"
আমি 'রাজনীতি'সহ ঈদে আগত প্রতিটি ছবির টিজার দেখেছি। আর দেখার পর আমি একজন দর্শক হিসেবে স্বপরিবারে রাজনীতি দেখবো বলে ঠিক করলাম। সেই সাথে একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং সকল অনুসারীদেরও আহবান জানাই রাজনীতি দেখুন দলেবলে। 
অনেক শুভকামনা রইলো রাজনীতির পরিচালক #বুলবুল_বিশ্বাস দা'র জন্য। অনেক ভালোবাসা পুরো রাজনীতির #কর্মীদের জন্য।
আর প্রাণঢালা আশীর্বাদ বাংলা চলচ্চিত্রের #রাজা+#রানীর জন্য...
***জয় হক আমাদের চলচ্চিত্রের।
(পরীমণির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৭/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        