ফেস্টিভাল নিয়া দৌড়ের উপর আছি। তাই বিস্তারিত কিছু লেখার সময় পাচ্ছি না।
কিন্তু যে হারে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা খেলতে খেলতে নিজেদের হাসির বস্তু বানাইয়া ফেলতেছি তাতে একটা কথা বলতেই হচ্ছে:
আসল কাজ যেটা করা দরকার সেইসব দিকে নজর না দিয়া নিজেদের ক্ষয়িষ্ণু ট্রেড ইউনিয়নের কুতুব বানাইয়া অপ্রাসঙিক কইরা ফালাইয়েন না, ভাইয়েরা। বুদ্ধিমত্তা আর প্রজ্ঞার পরিচয় দেন।
এমনকি নিজেদেরকে সামরিক আইন প্রশাসক বা পবিত্র ধর্মীয় বস্তুও ভাববেন না।
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৭/এনায়েত করিম