আমার স্বামী ঈদের সময় india যাবার মোটেই পক্ষপাতী ছিলেন না, আমি গো ধরে রইলাম ঈদের ছুটিতে তাজমহল দেখব- তাকে নানাভাবে প্রলুব্ধ করলাম -এও বললাম-indiaর পথে ঘাটে অনিন্দ্য সুন্দরী সব মেয়েরা- miss world, miss universe ঘুরে বেরাচ্ছে- অনেক ভাল লাগবে! এতে আমার স্বামী convinced হলো কিনা জানি না। তবে শেষ মূহুর্তে সে রাজী হলো! শেষ মূহুর্তে decision নেবার কারণে কোন হোটেল বা টিকেটই confirm ছিল না! plane যোগে কলকাতা পৌঁছাবার পর হোটেলের সন্ধানে Newmarket এলাকায় গেলাম-বাংলাদেশের লোকজন নাকি সেখানেই থাকে! এখানকার রাস্তাঘাট, লোকজন এতই নোংরা যে আমার corporate স্বামীর মরনাপনন দশা হলো -অতি দ্রুত salt lake এলাকায় স্থানানতরিত হলাম! রাজধানী express এ ওঠার সখ ছিল, কিন্তু আগে থেকে টিকেট না কাটলে টিকেট পাওয়া যায় না! যাই হোক, অতি কষ্টে দুটি ticket foreign কোটায় manage করে কলকাতা থেকে দিল্লী-দিল্লী থেকে আগ্রা পৌঁছানোর পর শুনলাম-আজ তাজমহল বন্ধ! Friday বন্ধ থাকে! এদিকে ফেরার টিকেট কাটা! কি আর করা! শনিবার ভোরে তাজমহল দেখে কোন রকম একটা AC bus এর ticket যোগার করে তাতেই উঠে বসলাম দিল্লীতে গিয়ে রাজধানী express ধরতে না পারলে ঢাকার air ticket miss হয়ে যাবে! bus এ উঠে দেখি এলাহি কারবার-যে যেখানে পারে বসছে -কোন seat no নাই, driver এর পাশে একগাদা লোক ঠেসে উঠেছে! আমার স্বামী পুরোটা সময় নাক সিটকে রইলেন! জায়গায় জায়গায় মানুষ নামিয়ে হাতে যখন মাত্র ১ ঘণ্টা আছে তখন দিল্লী পৌঁছালাম! আবার taxi তে station-শুনেছি রাজধানী express কখনও দেরী করে না!
Taxi থেকে নেমে ভাড়া দেবার সময় খেয়াল করলেন তার handbag টা নেই, বাসেই ফেলে এসেছেন-ওই ব্যগের মধ্যে ১ লাখ টাকায় কেনা Macbook! এই Macbook টা অনেক পছন্দ ছিল দেখে ৩ বছর আগে হাতের চুড়ি বেচে কিনেছিলাম! হতাশায় ভেংগে পরলাম দুজনেই! এটার মধ্যে ওর সব documents! ফিরে যাবার উপায় নেই! train ছাড়তে ৩০ মিনিট বাকী! এমন সময় হঠাৎ ফোন -bus এর helper bag টা পেয়ে ফোন দিয়েছে! কি করবে বুঝার আগেই শুনলাম রাজধানী express নাকি আজ ৩০ মিনিট দেরী করবে! আমাকে রেখেই ও দৌর দিল! এদিকে আমার কোন phn নেই ,অসহায় আমি সারাক্ষন ইন্না লিল্লাহ পরতে থাকলাম!
Train start হবার ঠিক ১০ মিনিট আগে ও bag নিয়ে পৌঁছাল! সেই দরিদ্র bus helper লাখ টাকা দামের Macbook ফিরিয়ে দিল! sometimes miracle happens!
লেখক : কার্ডিয়াক সার্জন। 
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/১ জুলাই ২০১৭/এনায়েত করিম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        