সম্প্রতি নারী নির্যাতন মামলায় আটক হন সালেহ চৌধুরী ওরফে কার্লোস। আটকের পরপরই নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। আর এসব তথ্য সবই জড়িয়ে আছে অন্ধকার জগতের সঙ্গে। বিশেষ করে মাদক, মাফিয়া এবং মিডিয়া পাড়ার কিছু সেলিব্রেটিদের ঘিরে উচ্চারিত হচ্ছে কার্লোসের নাম। সেই সঙ্গে যোগ হয়েছে পরিচালক অনন্য মামুনের নাম। কারণ এই পরিচালকের অস্তিত্ব ছবিতে প্রযোজক ছিলেন সালেহ চৌধুরী কার্লোস। তাদের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। এসব নিয়ে আজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অনন্য মামুন।
সেখানে তিনি লেখেন, প্রযোজককে জড়িয়ে কেন আমার নাম উচ্চারিত হচ্ছে তা বোধগম্য নয়। এটা সত্য যে সালেহ্ কার্লোস অস্তিত্ব ছবির প্রযোজক ছিলেন। তিনি অস্তিত্ব'র মতো একটা সিনেমা বানানোর জন্য আমাকে সহযোগিতা করেছিলেন। কিন্তু তিনি কি বব্যসা করেন, কোথায় যান, সেটা কি জানার দায়িত্ব আমার? আমার সাথে তার যোগাযোগ নেই প্রায় বেশ কয়েক মাস। আমি লন্ডনে গিয়েছিলাম ১৯ জুন। সেখান থেকে আমি এখন ওমানে আছি। ঈদুল আযহার পরে একটি প্রোগ্রাম করার পরিকল্পনা করছি এখানে। সেই কাজে এখানে বেশ কিছুদিন থাকতে হবে। সবার কাছে অনুরোধ তাকে জড়িয়ে আমাকে হেয় করবেন না। তার সঙ্গে সম্পর্ক শুধু পরিচালক-প্রযোজকের মতোই। আমি সিনেমার পরিচালক, তাহলে আমার কি পরিবার নেই, আমার মান সম্মান নেই। এর দায়ভার আমাকে নিতে হবে কেন?
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৭/মাহবুব