নিউইয়র্কের কুইন্সের উডসাইডের ফ্রেশ ফুড বাজারে ২৪২ পাউন্ডের আইড় মাছ! গত ৫ জুলাই (বুধবার) বিকেলে এটি বিক্রির জন্য কাটা হয়েছে। প্রতি পাউন্ড বিক্রি হচ্ছে ৯ ডলারে।
ফ্রেশ ফুড বাজারের স্বত্বাধিকারী মামুন জানান, মাছটি পুতুল ডিস্ট্রিবিউটর থেকে কিনে নিয়েছেন। পুতুল ডিস্ট্রিবিউটির কর্তৃপক্ষ বলেছেন এটি আনা হয়েছে মিয়ানমার থেকে। এত বড় সাইজের আইড় মাছের খবর পেয়ে প্রবাসীরা ছুটে যান ফ্রেশ ফুড বাজারে। তাৎক্ষণিকভাবেই একজন একশ' নয় পাউন্ড কিনে নেন।
লেখক : যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক।