বেশ কয়দিন পর ফেসবুকে ঢুকলে ইদানীং তাল মিলাইতে একটু সময় লাগে। এতো দ্রুত ট্রেন্ড আসে আর যায় যে ট্রেন্ডের লেজ ধরেও আটকাইতে পারিনা। এটা কি ট্রেন্ডের দ্রুতগতি নাকি আমার মন্থর গতি, বুঝতেছি না।
এই যেমন আজকে দুইদিন ধরে দুইটা ট্রেন্ড দেখতেছি।
এর মধ্যে একটা হইলো বেশ কিছু মেয়েদের প্রোফাইল কালো। আমি বোঝার চেষ্টা করলাম এটা কোন ঘটনার প্রতিবাদ! কারণ ঘটনা তো একটার পর একটা ঘটতেছেই।
পরে একজন আমাকে বোঝাইলো, এটা একটা আন্দোলন। যার সারমর্ম হইলো, নারী ছাড়া পৃথিবী কেমন দেখাবে সেই বিষয়ে সবাইকে সচেতন করা।
কিন্তু জিনিসটা আমি তবুও বুঝলাম না।
আমার কাছে কেবলই মনে হইতেছে,ইলেকট্রিসিটি ছাড়া পৃথিবী কেমন দেখাবে, এই প্রোফাইল পিকচারে বরং সেটার প্রচ্ছন্ন ইঙ্গিত আছে।
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)