সংলাপটি 'ভয়ংকর সুন্দর' ছবির। কী কারণে জানি না, আমার মনে হয়েছিল 'ভয়ংকর সুন্দর' একটি থ্রিলার। দেখার পর ভুল ভাঙলো। থ্রিলার নয় এটি, যদিও থ্রিলারের কিছু উপাদান আছে এতে। দর্শকেরা ফার্স্ট হাফের পর কাহিনীর নাটকীয় বাঁকবদলে চমকে যাবেই। আমি গিয়েছিলাম যেমন।
মতি নন্দীর ছোটগল্প 'জলের ঘূর্ণি ও বকবক শব্দ' অবলম্বনে চিত্রনাট্যটি। তাই এতে সিরিয়াস চিন্তা-ভাবনার খোরাক তো আছেই। আরও আছে দর্শককে শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করানোর টানটান সিনেম্যাটিক ম্যাজিক।

তবে, একটা কথা না বললেই নয়। সিনেমাটা সুন্দর। তবে, নায়িকা ভাবনাকে সুন্দর লেগেছে সিনেমাটার চেয়েও বেশি!
(বরগুনার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/০৭ আগস্ট ২০১৭/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        