১৯৮৩
ম্যাডাম শাবানা।
আমার প্রথম ছবির নায়িকা।
প্রথম ছবিতে ৬০ হাজার
টাকায় উনাকে কাস্ট করি।
কিন্তু উনি বলেন...
টাকা এক সাথে দিতে হবে।
আমি রাজি হয়ে যাই।
পরদিন ৬০ হাজার টাকার
৫ ও ১০ টাকার নোট
চিকন দড়িতে বেঁধে,
বাজারের ব্যাগে ভরে
হাজির হই উনার
গুলশানের বাড়িতে।
এক ব্যাগ ভাংতি টাকা দেখে
উনি অবাক হয়ে বলে...
এই তুই কি পাগল?
উনার মুখে তুই'টা দারুণ
শোনায়।
(ভাংতি টাকা নেয়ার পিছনে
কারণ উনার মতো বড়
স্টারের দৃষ্টি আকর্ষণ করা)
প্রথম ছবি বিগ হিট।
পরে "ক্ষমা" "দূর্জয়"
আরও বড় হিট।
শুভ জন্মদিন ম্যাডাম।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা