২৬ জুন, ২০১৯ ১১:২৪

যে তিনটি কারণে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

যে তিনটি কারণে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, ভিডিও ভাইরাল
বিভিন্ন সময় বিশ্ব অর্থনীতিতে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রশংসা করেছেন পাকিস্তানের অর্থনীতিক বিশ্লেষকরা। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও প্রকাশ্যে বলেছেন, সবকিছুতেই পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ।
 
সম্প্রতি পাকিস্তানের অর্থনীতিবিদদের সঙ্গে দর্শকদের প্রশ্নোত্তর পর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পাকিস্তানের অর্থনীতিবিদরা জানিয়েছেন বাংলাদেশের এগিয়ে যাওয়ার কারণ। সেই আলোকে পাকিস্তানের মুক্তির পথও তারা নির্দেশ করেছেন।
 
একজন অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর মতো রাজনীতিতে নাক গলায় না। 
 
দ্বিতীয় বিষয় যেটি বাংলাদেশ করেছে তা হল তারা সংবিধানে একটি বিষয় যুক্ত করেছে তা হল ধর্মনিরপেক্ষতা। 
 
তৃতীয় জিনিসটি হল যা আমরা করতে পারিনি বাংলাদেশে করেছে তা হল মেয়েদের শিক্ষা নিশ্চিত করেছে। 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখার চেষ্টা করছি জানি না এতে সফল হবো কী না। ৭০ সালেও তাদের রাজনীতি থেকে দূরে রাখতে পারিনি, কখনো পারবো কী না জানি না। আর পাকিস্তানে ধর্মনিরপেক্ষতার নাম নেয়াও  অন্য কিছু দাঁড়ায়... এর পরিণামও...  একটা বিষয় আমরা করতে পারি যেটা বাংলাদেশ করেছে 'মেয়েদের শিক্ষিত করা...'
 
আরেকজন অর্থনীতিবিদ বলেন, প্রতি বুধবার দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বৈঠক করেন। কিন্তু আমি কখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী জারদারি, নওয়াজ শরীফ বা ইমরান খানকে সেটা করতে দেখিনি।
 
(ফেসবুক থেকে সংগৃহীত)
 
বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর