১৯৯৬ সালে আমার এসএসসি’র রেজাল্টের সময় আমি ছিলাম দেশের বাইরে, ‘নক্ষত্রের রাত’ নাটকের পুরো দলবল গিয়েছিলাম নেপাল ভ্রমণে। ‘৯৮-এ এইচএসসির রেজাল্টের সময় ছিলাম ঢাকার বাইরে, ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির শ্যুটিং চলছিল তখন বন্যাকবলিত গাজীপুরের প্রত্যন্ত এক গ্রাম পিরুজালীতে।
২০০৯ এ স্থাপত্যকলায় গ্র্যাজুয়েশন সম্পন্ন হয় পুত্র নিষাদ হুমায়ূনের আড়াই বছর বয়সে। আমার একমাত্র কন্যা লীলাবতীর জন্য অপেক্ষা, তাকে হারানো এবং তারপর পুত্র নিষাদের আগমণে পড়াশোনায় একখানা বড় বিরতি পড়ে গিয়েছিল। তার ২ বছর পর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের প্রস্তুতি যখন সব সম্পন্ন তখনই পারিবারিক বিপর্যয়ের ফলাফলস্বরূপ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের গাউন ফেলে কর্কটরোগের সাথে যুদ্ধ করতে অনির্দিষ্টকালের জন্য নিউইয়র্ক গমন। অবশেষ বুড়ো বয়সে নতুন শিক্ষাগ্রহণ এবং সনদপত্র প্রদান অনুষ্ঠানে ৪৮ দন্ত বিকশিত অবস্থায় আমি!
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/মাহবুব