'পিয়ন বলছি তো কী হইছে? বিসিএস অফিসার? এ রকম বেয়াদব পুলিশ আমি জীবনে দেখি নাই। পুলিশ হইছো তো কী হইছে। অন্য জায়গায় গিয়া পুলিশগিরি দেখাও।’ এমনই দম্ভোক্তি আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দুই মিনিট ৪ সেকেন্ডের ওই ভিডিওতে 'পিয়ন বললেন কেন?'' একজনের এমন প্রশ্নের জবাবে অপরপ্রান্ত থেকে অন্যজনের এমন উত্তপ্ত প্রত্যুত্তর শোনা যায়।
জানা গেছে, এভাবেই দম্ভোক্তি দেখিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের বহিঃবিভাগে নিজের কক্ষ থেকে এক পুলিশ সদস্যকে বের করে দেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অনিক মল। গত বুধবার এ ঘটনা ঘটলেও এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল। ভুক্তভোগী পুলিশ সদস্য রাকিব আল হাসান ওইদিন দুপুর সোয়া একটায় ওই ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে আপলোড করেন। এরপর পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।
বিডি-প্রতিদিন/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        