৩ অক্টোবর, ২০১৯ ২৩:৩৭

অনেকে মনে করেন আমি বুঝি ৩টি বইই লিখেছি

তসলিমা নাসরিন

অনেকে মনে করেন আমি বুঝি ৩টি বইই লিখেছি

তসলিমা নাসরিন

এখন কী লিখছেন? নতুন কিছু লিখছেন কি? নতুন কোনও প্রজেক্টে হাত দিয়েছেন?

এইসব প্রশ্ন মানুষ আমাকে করেই। এবং এইসব প্রশ্নের সামনে আমি বড় অপ্রতিভ বোধ করি।
যতক্ষণ উত্তর না পাচ্ছেন, ততক্ষণ প্রশ্ন যিনি করেছেন, তিনি এক দৃষ্টে তাকিয়ে থাকেন আমার দিকে। আমি চোখ সরিয়ে নিতে বাধ্য হই।

এই মন্তব্যটিও খুব কমনঃ আপনার সব বই আমি পড়েছি। যদি জিজ্ঞেস করি কী কী বই পড়েছেন, উত্তর আসে, লজ্জা, নির্বাচিত কলাম, দ্বিখণ্ডিত।

অনেকে মনে করেন আমি বুঝি মোটে ৩টি বইই লিখেছি। ওদের মনে করাটা এত তীব্র যে আমি অচিরে সংক্রামিত হই, এবং আমার একরকম বিশ্বাসও হতে থাকে যে জীবনে আমি ৩টির বেশি বই লিখিনি। 

আমার সব বই পড়ে ফেলেছেন বলে ওরা ভাবেন আমি বুঝি খুব উচ্ছ্বসিত হবো, কিন্তু উচ্ছ্বসিত হই না বলে কিছুটা হলেও অসন্তুষ্ট হন। আবারও চোখ নামিয়ে নিতে বাধ্য হই আমি।


(ফেসবুক থেকে সংগৃহীত)


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর