৩/৪ দিন ধরে এই ভদ্রলোক আমার মাথা খাচ্ছেন।
উনি ‘টাক্কু’ হতে চান!!!
আমি: উফফফ! নিনিত কেন???
নিনিত: মাথায় গড়ম লাগে।
আমি: দেখতে পঁচা লাগবে তো!
নিনিত: মা... আমরা তো হোম কোয়ারেন্টাইনে (!) আছি। কেউ দেখবে না।
আমি: যখন ছাদে যাবে!
নিনিত: টুপি পরে থাকবো।
আমি: স্কুলের বন্ধুরা তো তোমার টাকমাথা দেখে হাসবে!
নিনিত: স্কুল খোলার আগেই চুল হয়ে যাবে মা। My hair grows 3 times faster than yours.
আমি ‘করবো’, ‘করছি’ বলে এ ক’দিন পার করেছি।
আজ তিনি কাঁচি নিয়ে বসে আছেন!
কি করবো বুঝতে পারছি না।
আপনাদের কাছে ভোট চাচ্ছি-
‘নিনিত সাহেব কি টাক্কু হবেন?’
[আপনাদের কাছে ভোট চাওয়ার কথা নিনিত হুমায়ূন সাহেবকে বলেছি। তিনি ভোট গ্রহণের অনুমতি দিয়েছেন।]
#করোনাবন্দী_দিনগুলো
#ঘ্যাংগা_বাবা_নিনিত
#উনি_কিঞ্চিৎ_সরস
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/শফিক