রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ইতিহাস গড়বেন নারী রেফারি

ইতিহাস গড়বেন নারী রেফারি

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে নারী রেফারিদের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। ইতিহাস গড়তে যাচ্ছেন এ ছয় নারী রেফারি। এদের মধ্যে তিনজন প্রধান রেফারি, বাকিরা সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। ফিফা বিশ্বকাপের রেফারি, সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারিদের (ভিএআর) তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে প্রধান রেফারি ৩৬ জন। সহকারী রেফারি ৬৯ জন আর ভিএআরের জন্য ২৪ জন। তিন মূল নারী রেফারি হচ্ছেন- ফ্রান্সের ফ্র্যাপার্তে, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন-ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।

সর্বশেষ খবর