বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইতিহাস গড়ল শেখ জামাল

পুনে এফসিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন

ইতিহাস গড়ল শেখ জামাল

বিজয়ের মাসে বিদেশের মাটিতে জয়ের পতাকা ওড়াল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল ভুটানের কিংস কাপ ফাইনালে ভারতের পুনে এফসিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেখ জামাল। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ইয়াসিন খান। এর আগে ২০১১ সালে নেপালের সাফল পোখারা কাপ জয় করেছিল শেখ জামাল। ভুটানে এই প্রথম বাংলাদেশের কোনো দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে নতুন এক ইতিহাস গড়ল।
চলতি বছরে কলকাতা মোহামেডানের কাছে আইএফএ শিল্ড ফাইনালে হেরে গিয়েছিল শেখ জামাল। ১-১ গোলে ড্রয়ের পর  টাইব্রেকারে হেরেছিল তারা। ভুটানের কিংস কাপে টাইব্রেকারের কোনো সুযোগ রাখেনি বাংলাদেশ পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়েই ইয়াসিন খানের গোলে জয় পেয়ে যায় শেখ জামাল। কিংস কাপে শেখ জামাল ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল আবাহনী লিমিটেড। তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। তবে বাংলাদেশকে শিরোপা এনে দেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখে শেখ জামাল। সেমিফাইনালে নেপালের এমএমসিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে ভারতের পুনে এফসি স্বদেশি মোহনবাগানকে হারিয়ে ফাইনালে উঠে আসে। দেশের বাইরে শেখ জামালই প্রথম শিরোপা জয়ের স্বাদ পায়নি। ১৯৮০ সালে নেপালের আনফা কাপে বাংলাদেশ প্রথম দল হিসেবে বিদেশের মাটিতে শিরোপা জিতেছিল আরামবাগ। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব আশিশ-জব্বার স্মৃতি কাপ (১৯৮২), বরদুলাই কাপ (১৯৮৩) এবং অল ইন্ডিয়া কাপ (১৯৯৯) জয় করে। আবাহনী লিমিটেড ১৯৯০ সালে নাগজি ট্রফি এবং ১৯৯৩ সালে চার্মস কাপ জয় করে। শেখ জামাল কিংস কাপ জয়ের আগে ২০১১ সালে নেপালের সাফল পোখারা কাপ জয় করেছিল। এই নিয়ে দেশের বাইরে তিনটা ফাইনাল খেলে দুইবারই শিরোপা জয় করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সর্বশেষ খবর