আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশের মানুষকে ভয় ধরানোর জন্যই গুপ্তহত্যা চালানো হচ্ছে। কিন্তু বাঙালি বীরের জাতি, গুপ্তহত্যা করে বাংলার মানুষকে ভয় ধরানো যাবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তত্পর রয়েছেন। তারা অপরাধীদের ধরতে অভিযানও পরিচালনা করছেন। গতকাল সকালে সাভারের লোক প্রশাসন কেন্দ্রে ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারি কর্মকতাদের উদ্দেশে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্তমান সরকারের রূপকল্প-২০২১ তৈরিতে বাংলাদেশ সিভিল সার্জনের অপরিহার্য দায়িত্ব। সুশাসনের একটি পূর্বশর্ত হলো সেবামুখী, জনমুখী সিভিল সার্জন। যারা সরকারের নীতি-নির্ধারণে সহায়তা করবেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে তার বাস্তবায়নও করবেন। এ জন্য কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে কাজ করার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের তাদের জ্ঞানের চর্চায় জনগণ ও সরকারের প্রত্যাশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান। এর আগে মন্ত্রী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও মেরিট মেডেল প্রদান করেন। এ ছাড়া সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মেধাতালিয়ায় প্রথম স্থান অধিকারী সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম প্রধানকে বিপিএটিসির রেক্টর পদক প্রদান করেন। ছয় মাস মেয়াদি এ কোর্সে জুডিশিয়াল সার্ভিসসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭টি ক্যাডারের মোট ৫৪৫ জন নবীন কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, খোরশেদ আরা হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিরোনাম
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
আতঙ্ক ছড়াতেই টার্গেট কিলিং
সাভার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর