আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশের মানুষকে ভয় ধরানোর জন্যই গুপ্তহত্যা চালানো হচ্ছে। কিন্তু বাঙালি বীরের জাতি, গুপ্তহত্যা করে বাংলার মানুষকে ভয় ধরানো যাবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তত্পর রয়েছেন। তারা অপরাধীদের ধরতে অভিযানও পরিচালনা করছেন। গতকাল সকালে সাভারের লোক প্রশাসন কেন্দ্রে ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারি কর্মকতাদের উদ্দেশে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্তমান সরকারের রূপকল্প-২০২১ তৈরিতে বাংলাদেশ সিভিল সার্জনের অপরিহার্য দায়িত্ব। সুশাসনের একটি পূর্বশর্ত হলো সেবামুখী, জনমুখী সিভিল সার্জন। যারা সরকারের নীতি-নির্ধারণে সহায়তা করবেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে তার বাস্তবায়নও করবেন। এ জন্য কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে কাজ করার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের তাদের জ্ঞানের চর্চায় জনগণ ও সরকারের প্রত্যাশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান। এর আগে মন্ত্রী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও মেরিট মেডেল প্রদান করেন। এ ছাড়া সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মেধাতালিয়ায় প্রথম স্থান অধিকারী সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম প্রধানকে বিপিএটিসির রেক্টর পদক প্রদান করেন। ছয় মাস মেয়াদি এ কোর্সে জুডিশিয়াল সার্ভিসসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭টি ক্যাডারের মোট ৫৪৫ জন নবীন কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, খোরশেদ আরা হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী