বঙ্গবন্ধুর সহযোদ্ধা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের পুত্র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে। ২০১২ সালে দলের ১৯তম সম্মেলনেও তিনি এ পদ পেয়েছিলেন। রাজশাহীর সাধারণ নেতা-কর্মীরা মনে করেছিলেন, এবার তাকে তুলনামূলক ‘গুরুত্বপূর্ণ’ পদে অধিষ্ঠিত করা হবে। কিন্তু তাকে একই পদে রেখে দেওয়ায় রাজশাহীর সাধারণ নেতা-কর্মীরা হতাশ। তারা মনে করছেন, এর একটি নেতিবাচক প্রভাব পড়বে দলে। দল ক্ষতিগ্রস্ত হবে। সাংগঠনিকভাবে বিপর্যয়ের মুখে পড়বে। নেতা-কর্মীরা যে উদ্দীপনা নিয়ে দলের জন্য কাজ করছিলেন, তাতে ভাটা পড়বে অনেকটাই। বিষয়টি স্বীকার করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘প্রত্যাশা পূরণ না হওয়ায় দলের সাধারণ কর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। ভবিষ্যতে এর বিরূপ প্রভাব পড়তে পারে দলে। তবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আমরা কাউন্সিলররা প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি যা করবেন আমরা তাই মেনে নেব। তিনি যা করেছেন আমরা তাতেই সন্তুষ্ট।’ আওয়ামী লীগের হয়ে খায়রুজ্জামান লিটন ইতিপূর্বে সদর আসন থেকে সংসদ নির্বাচন করেছেন। ২০০৮ সালের পর থেকে এ আসনটি জোটের শরিক ওয়ার্কার্স পার্টির। বর্তমানে রাজশাহীর সংসদীয় আসনগুলোয় যারা আছেন, আগামীতে তাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। আর মেয়র নির্বাচন না করার ঘোষণাও দিয়ে রেখেছেন তিনি। ফলে আগামীতে কোন পথে লিটনের গন্তব্য— এমন প্রশ্ন এখন নগরজুড়ে। তবে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামীতেও মেয়র পদে নির্বাচন করতে দেখা যাবে নগর আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাকে। মেয়র পদে তার বিকল্প হিসেবে এখনো তেমন কেউ নেই। ফলে এই সময়টা দলের ভিতরে নিজের অবস্থান আরও শক্তিশালী করা ও জনপ্রিয়তাকে বাড়িয়ে নিতে লিটনকে পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। তবে লিটন ‘গুরুত্বপূর্ণ’ পদ না পাওয়ার জন্য নেতা-কর্মীরাই দায়ী বলে মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর ড. আবদুল খালেক। তিনি বলেন, ‘রাজশাহী সদরে আওয়ামী লীগের এমপি নেই। সিটি করপোরেশনে দলের মেয়র নেই। নেতা-কর্মীরা অতি আত্মবিশ্বাসী। এ জন্য লিটন মেয়র হতে পারলেন না। কেন্দ্রে ‘বড়’ পদ দিয়ে কী হবে? তারপরও আওয়ামী লীগ একটি বড় সংগঠন। এই দলের কেন্দ্রীয় সদস্য হওয়াটাও কম নয়। জাতীয় নেতার সন্তান হিসেবে প্রধানমন্ত্রী লিটনকে খুব স্নেহ করেন। তাকে সম্মানজনক পদেই রাখা হয়েছে।’
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভার মনোনীত সাংসদের তালিকায় চার বিশিষ্ট নাগরিক
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
- ত্বকের ক্ষতি করতে পারে যেসব খাবার
রাজশাহীর লিটন কোন পথে
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর