বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খালি মাঠে গোল দেবেন না

নিজস্ব প্রতিবেদক

খালি মাঠে গোল দেবেন না

রাজনীতির খালি মাঠে গোল না দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, অনুগ্রহ করে খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা করবেন না। বল এখন আপনার  কোর্টে। আপনি কী প্রতিপক্ষ চান? যদি খেলায় প্রতিপক্ষ চান এবং  খেলতে চান, তাহলে আশা করি- বিএনপিকে নির্বাচনে যাওয়ার সুযোগটা করে দিবেন। তাছাড়া  নির্বাচনকালে একটি সহায়ক সরকার প্রয়োজন। অন্যথায় সে নির্বাচন কখনই নিরপেক্ষ হবে না। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতাকালে জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ আহ্বান জানান। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে।

আয়োজক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এতে বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, স্বেচ্ছাসেবক দলের লিটন মাহমুদ, জাগপা নেতা খন্দকার লুত্ফর রহমান, আসাদুর রহমান খান, কল্যাণ পার্টির শাহিদুর রহমান তামান্না প্রমুখ বক্তব্য রাখেন। জয়নুল আবদিন ফারুক নতুন সিইসি কে এম নূরুল হুদাকে ‘দলীয় আনুগত্যের সাবেক আমলা’ আখ্যা দিয়ে বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো আরেকটি সংসদ নির্বাচন করতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নূরুল হুদা সাহেব একজন খাঁটি আওয়ামী লীগার, জনতার মঞ্চের খাঁটি লোক। এটা এখন সবার কাছে পরিষ্কার যে, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করার জন্যেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর