সকালে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বিস্তার করেছিলেন বাংলাদেশের বোলাররা। বিকালে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরুদ্ধে পাত্তাই পাচ্ছিলেন না লঙ্কান বোলাররা। গলে গতকাল পুরো দিনই দাপট দেখিয়েছে বাংলাদেশ, কিন্তু শেষ ১০ ওভারেই পাল্টে যায় চিত্রনাট্য! অদ্ভুত রকমভাবে রান আউট হয়ে যান ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। দ্রুত আউট হয়ে যান নির্ভরতার প্রতীক মুমিনুল হক। বিনা উইকেটে ১১৮ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২৭/২। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে এখনো ৩৬১ রানে পিছিয়ে বাংলাদেশ। আগের দিনের ৩২১/৪ স্কোর নিয়ে কাল দাপটেই ব্যাটিং করতে থাকেন শ্রীলঙ্কা। আগের দিনের মতো গতকাল ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছিলেন কুশল মেন্ডিস। কিন্তু ১৯৪ রান করার পর লঙ্কান ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু তামিম ইকবালের অসাধারণ এক ক্যাচে তার বিদায়ঘণ্টা বেজে যায়। তামিমের দুর্দান্ত ক্যাচের পর যেন বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। শেষ ৯৬ রানেই লঙ্কার শেষ ছয় ব্যাটসম্যানকে আউট করেন বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবটা ভালোভাবেই দিচ্ছিলেন দুই ওপেনার তামিম ও সৌম্য। কিন্তু ম্যাচের ৩৬তম ওভারে ঘটে যায় অদ্ভুত এক কাণ্ড! লঙ্কান উইকেটরক্ষক বল গ্লাভসবন্দী করে আউটের আবেদন করেন। তামিম বল না দেখে বোকার মতো রানের জন্য দৌড় দিলেন। উইকেট ভেঙে দিয়ে তামিমকে ড্রেসিংরুমে পাঠিয়ে দিলেন উইকেটরক্ষক ডিকওয়েলা। এ কেমন রান আউট! শ্রীলঙ্কাকে যেন উইকেটটি উপহার দিলেন তামিম। সেই সঙ্গে তার ৫৭ রানের অসাধারণ ইনিংসটার করুণ পরিণতি করে ছাড়লেন। কাল তামিমের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সেঞ্চুরি যেন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু অদ্ভুত ওই আউটের তার ইনিংসের অপমৃত্যু ঘটে! তবে আরেক ওপেনার সৌম্য সরকার শেষ পর্যন্ত দারুণ ব্যাটিং করেছেন। দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন ৬৬ রানে। বাংলাদেশের স্কোর ১৩৩/২। দিন শেষে বাংলাদেশের আক্ষেপ তামিমের উইকেট নিয়ে। কেন এভাবে আউট হলেন ড্যাসিং ওপেনার! —দুর্দান্ত ব্যাটিং করেও কেন শেষ বিকালে শ্রীলঙ্কাকে উইকেট উপহার দিলেন তামিম!
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে