সকালে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বিস্তার করেছিলেন বাংলাদেশের বোলাররা। বিকালে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরুদ্ধে পাত্তাই পাচ্ছিলেন না লঙ্কান বোলাররা। গলে গতকাল পুরো দিনই দাপট দেখিয়েছে বাংলাদেশ, কিন্তু শেষ ১০ ওভারেই পাল্টে যায় চিত্রনাট্য! অদ্ভুত রকমভাবে রান আউট হয়ে যান ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। দ্রুত আউট হয়ে যান নির্ভরতার প্রতীক মুমিনুল হক। বিনা উইকেটে ১১৮ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২৭/২। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে এখনো ৩৬১ রানে পিছিয়ে বাংলাদেশ। আগের দিনের ৩২১/৪ স্কোর নিয়ে কাল দাপটেই ব্যাটিং করতে থাকেন শ্রীলঙ্কা। আগের দিনের মতো গতকাল ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছিলেন কুশল মেন্ডিস। কিন্তু ১৯৪ রান করার পর লঙ্কান ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু তামিম ইকবালের অসাধারণ এক ক্যাচে তার বিদায়ঘণ্টা বেজে যায়। তামিমের দুর্দান্ত ক্যাচের পর যেন বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। শেষ ৯৬ রানেই লঙ্কার শেষ ছয় ব্যাটসম্যানকে আউট করেন বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবটা ভালোভাবেই দিচ্ছিলেন দুই ওপেনার তামিম ও সৌম্য। কিন্তু ম্যাচের ৩৬তম ওভারে ঘটে যায় অদ্ভুত এক কাণ্ড! লঙ্কান উইকেটরক্ষক বল গ্লাভসবন্দী করে আউটের আবেদন করেন। তামিম বল না দেখে বোকার মতো রানের জন্য দৌড় দিলেন। উইকেট ভেঙে দিয়ে তামিমকে ড্রেসিংরুমে পাঠিয়ে দিলেন উইকেটরক্ষক ডিকওয়েলা। এ কেমন রান আউট! শ্রীলঙ্কাকে যেন উইকেটটি উপহার দিলেন তামিম। সেই সঙ্গে তার ৫৭ রানের অসাধারণ ইনিংসটার করুণ পরিণতি করে ছাড়লেন। কাল তামিমের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সেঞ্চুরি যেন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু অদ্ভুত ওই আউটের তার ইনিংসের অপমৃত্যু ঘটে! তবে আরেক ওপেনার সৌম্য সরকার শেষ পর্যন্ত দারুণ ব্যাটিং করেছেন। দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন ৬৬ রানে। বাংলাদেশের স্কোর ১৩৩/২। দিন শেষে বাংলাদেশের আক্ষেপ তামিমের উইকেট নিয়ে। কেন এভাবে আউট হলেন ড্যাসিং ওপেনার! —দুর্দান্ত ব্যাটিং করেও কেন শেষ বিকালে শ্রীলঙ্কাকে উইকেট উপহার দিলেন তামিম!
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
গল টেস্ট
শ্রীলঙ্কাকে তামিমের উপহার
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর