সকালে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বিস্তার করেছিলেন বাংলাদেশের বোলাররা। বিকালে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরুদ্ধে পাত্তাই পাচ্ছিলেন না লঙ্কান বোলাররা। গলে গতকাল পুরো দিনই দাপট দেখিয়েছে বাংলাদেশ, কিন্তু শেষ ১০ ওভারেই পাল্টে যায় চিত্রনাট্য! অদ্ভুত রকমভাবে রান আউট হয়ে যান ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। দ্রুত আউট হয়ে যান নির্ভরতার প্রতীক মুমিনুল হক। বিনা উইকেটে ১১৮ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২৭/২। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে এখনো ৩৬১ রানে পিছিয়ে বাংলাদেশ। আগের দিনের ৩২১/৪ স্কোর নিয়ে কাল দাপটেই ব্যাটিং করতে থাকেন শ্রীলঙ্কা। আগের দিনের মতো গতকাল ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছিলেন কুশল মেন্ডিস। কিন্তু ১৯৪ রান করার পর লঙ্কান ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু তামিম ইকবালের অসাধারণ এক ক্যাচে তার বিদায়ঘণ্টা বেজে যায়। তামিমের দুর্দান্ত ক্যাচের পর যেন বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। শেষ ৯৬ রানেই লঙ্কার শেষ ছয় ব্যাটসম্যানকে আউট করেন বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবটা ভালোভাবেই দিচ্ছিলেন দুই ওপেনার তামিম ও সৌম্য। কিন্তু ম্যাচের ৩৬তম ওভারে ঘটে যায় অদ্ভুত এক কাণ্ড! লঙ্কান উইকেটরক্ষক বল গ্লাভসবন্দী করে আউটের আবেদন করেন। তামিম বল না দেখে বোকার মতো রানের জন্য দৌড় দিলেন। উইকেট ভেঙে দিয়ে তামিমকে ড্রেসিংরুমে পাঠিয়ে দিলেন উইকেটরক্ষক ডিকওয়েলা। এ কেমন রান আউট! শ্রীলঙ্কাকে যেন উইকেটটি উপহার দিলেন তামিম। সেই সঙ্গে তার ৫৭ রানের অসাধারণ ইনিংসটার করুণ পরিণতি করে ছাড়লেন। কাল তামিমের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সেঞ্চুরি যেন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু অদ্ভুত ওই আউটের তার ইনিংসের অপমৃত্যু ঘটে! তবে আরেক ওপেনার সৌম্য সরকার শেষ পর্যন্ত দারুণ ব্যাটিং করেছেন। দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন ৬৬ রানে। বাংলাদেশের স্কোর ১৩৩/২। দিন শেষে বাংলাদেশের আক্ষেপ তামিমের উইকেট নিয়ে। কেন এভাবে আউট হলেন ড্যাসিং ওপেনার! —দুর্দান্ত ব্যাটিং করেও কেন শেষ বিকালে শ্রীলঙ্কাকে উইকেট উপহার দিলেন তামিম!
শিরোনাম
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক