শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রিমান্ড শেষে কারাগারে ২২ বিক্ষোভকারী

আদালত প্রতিবেদক

রাজধানীর ভাটারা ও বাড্ডা থানায় করা পৃথক দুই মামলায় দুই দিনের রিমান্ড শেষে ২২ বিক্ষোভকারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।  এ সময় আসামির আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় বলা হয়েছে, গত ৬ আগস্ট আফতাবনগরের মেইন রোডের সামনে পাকা রাস্তার ওপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা বেআইনি জনতাবদ্ধ হয়ে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ছাড়া লাঠিসোঁটা ইট পাটকেল হৈ-হুল্লা করে রাস্তায় যানবাহন ভাঙচুর করার চেষ্টা করে এবং পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া ৬ আগস্ট ভাটারা থানা এলাকার বিভিন্ন স্থানে নর্থ সাউথ বিশ্ব্যবিদ্যালয়ের শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা উচ্ছৃঙ্খল ছাত্র-জনতা লাঠিসোঁটা, লোহার রড, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাকে পুলিশের ওপর আক্রমণ করে সরকারি কাজে বাধা দেয়। এ সময় আসামিরা রাস্তার মাঝে স্টিলের তৈরি আইল্যান্ড উপড়ে ফেলে এবং রাস্তার দুই পাশের দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির গেট দরজা জানালা ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

সর্বশেষ খবর