শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
দুই পক্ষের মোনাজাত দুই ভাগে

টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

বিশ্ব ইজতেমা উপলক্ষে তুরাগ তীরের টঙ্গী মাঠে শুরু হয়েছে প্রস্তুতি। ছবিটি গতকাল বিকালে তোলা -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে ১৫ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা। আনুষ্ঠানিকভাবে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। ইজতেমা উপলক্ষে মাটি কাটা, খুঁটি গাঁথা, চট বিছানো, সিসি ক্যামেরা স্থাপনসহ এগিয়ে চলছে সব প্রস্তুতি। চার দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম দুই দিন ১৫ ও ১৬ ফেব্রুয়ারি জোবায়ের অনুসারীরা কার্যক্রম চালাবে। এরপর ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এই দুই দিন সা’দ অনুসারীরা ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন। দুই পক্ষের ইজতেমা চলাকালে দুই ভাগেই মোনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমা শেষে উভয় পক্ষের অনুসারীরা ব্যক্তিগত সামানা ছাড়া সব ইজতেমায়ি মালসামানা ইজতেমা মাঠে রেখে যাবেন। প্যান্ডেলসহ অন্যান্য স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে পাবেন সে বিষয়ে উভয় পক্ষের মুরব্বি ও কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবেন।

গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত মাওলানা জোবায়ের অনুসারীরা সে¦চ্ছায় ময়দান প্রস্তুতে কাজ করছেন। আর মাত্র ছয় দিনের মধ্যে ময়দান প্রস্তুত করতে বেগ পেতে হবে বলে মনে করছেন মুসল্লিরা। টঙ্গী পাগাড় জামিয়াতুল ইলিয়াস আলী ইসলামী মাদ্রাসার কিতাবখানার ছাত্র ইলিয়াছ বলেন, আমাদের মাদ্রাসা থেকে ৭০ জন ছাত্র স্বেচ্ছায় ময়দানে কাজ করতে এসেছি। এত অল্প দিনে ময়দান রেডি করতে কষ্ট হবে, তবে আল্লাহতায়ালা সহায় হলে ইনশা আল্লাহ ইজতেমা শুরুর আগেই ময়দানের কাজ শেষ হবে। এই ময়দানে দ্বীন ও ইমান আমলের কথা হয়। গতকাল দুপুরে সিটি করপোরেশন টঙ্গী জোনে ইজতেমা সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সিটি মেয়র জাহাঙ্গীর আলম ইজতেমা সফল ও মুসল্লিদের সেবা প্রদানে সিটির পক্ষ  থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) ওয়াই এম বেলালুর রহমান বলেন, আগত মুসল্লিদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল বলেন, বিশ্ব ইজতেমা সফল করতে এবং মুসল্লিদের সেবা দিতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তবে এবার তাবলিগের দুই পক্ষের মতবিরোধের কারণে ৪ দিনের এক পর্বেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর