বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উত্তেজনা কমান, দুই দেশের প্রতি যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

আকাশসীমা পেরিয়ে বোমা হামলার ঘটনায় সংকট ঘনীভূত হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এ সংকট নিরসনে আলোচনার জন্য দুই দেশকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দুই প্রতিবেশী দেশের মধ্যে এ উত্তেজনা কমিয়ে আর কোনো সামরিক তৎপরতা না চালানোর কথা বলেন তিনি। মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও এক  বিবৃতিতে বলেছেন, দুই দেশের মধ্যকার উত্তেজনা কমাতে পৃথকভাবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পম্পেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে যথেষ্ট সংযম দেখাতে উৎসাহ দিয়েছেন এবং যে কোনো উপায়ে উত্তেজনা এড়ানোর কথা বলেছেন। এ ছাড়া দুই পক্ষকে আর কোনো সামরিক কার্যকলাপ এড়াতে সরাসরি আলোচনার কথা বলেছেন। গতকাল ভারতের আকাশসীমার ভিতরে ঢুকে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। দুটি ভারতীয় বিমান ধ্বংস, দুই সেনা নিহত ও দুই পাইলটকে আটকের দাবিও করেছে পাকিস্তান। ভারতও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে।

সর্বশেষ খবর