গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মুক্তিই হলো এখন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মূল চিকিৎসা। পা টিপলে তো তার মাথাব্যথা সারবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন নামে একটি সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। ডা. জাফরুল্লাহ বলেন, খালেদাকে জামিন দিয়ে পৃথিবীর আলো-বাতাস দেখার সুযোগ করে দিতে হবে। খালেদা জিয়ার দ্বিতীয় চিকিৎসা হবে তাঁর একাকিত্ব দূর করা এবং বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দেওয়া। তা না করে মাথাব্যথার জন্য যদি পা টিপে দেওয়া হয়, তাহলে মাথাব্যথা সারবে না। অথচ সরকার এখন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটাই করছে। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে র সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। নুসরাতের হত্যাকারীরা সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। আর অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ওলামা লীগ নেতা। এ কারণেই এ হত্যাকান্ডে র পক্ষে সভা-সমাবেশ হয়েছে ফেনীর সোনাগাজীতে। আর আওয়ামী লীগের মন্ত্রীরা এখন বিভিন্ন কথা বলে এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তারা এখন মাদ্রাসা শিক্ষার ওপর কটাক্ষ করছেন। কিন্তু দোষ সংশ্লিষ্ট ব্যক্তির, কোনো নির্দিষ্ট শিক্ষাব্যবস্থার নয়। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নুসরাত হত্যার প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেয়নি কে? আওয়ামী লীগ নেতার কারণেই নুসরাত মারা গেছে। নুসরাতের জন্য চোখ ভিজে যায়। কিন্তু সরকার অশ্রুর মূল্য দেয় না। যারা ক্ষমতায় আছে তারা আগের বিভিন্ন ঘটনা ধামাচাপা দেওয়াতেই নুসরাতের মতো ঘটনা ঘটছে। আসলে তারা মানুষের সরকার নয়। তারা নির্বাচিত নয়। আমরা তাদের মানব না।’ পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
খালেদার মাথাব্যথা সরকার টিপছে পা
ডা. জাফরুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর