গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বিএনপি নিজেই এখন একটি সমস্যাগ্রস্ত দলে পরিণত হয়েছে। তারা কীভাবে ঐক্যফ্রন্ট ও ২০ দলকে টিকিয়ে রাখবে। এখনো তারা ভুলশুদ্ধের রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ। তাদের উচিত হবে, যে কোনো মূল্যে তাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে আনা। দলের নেতৃত্বশূন্যতা কাটাতে কাউন্সিল করাও জরুরি।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনে আলাপচারিতায় এ কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘জোট-ফ্রন্টের প্রধান শরিক বিএনপি। এখন তাদের দলীয় অবস্থান নাজুক। এর মূল কারণ নেতৃত্বশূন্যতা। এটা বিএনপিকে কাটাতে হবে। এজন্যই আমি বার বার বলছি, ইমারজেন্সি কাউন্সিল করতে হবে।’ জাফরুল্লাহ বলেন, ‘বিএনপিকে আমি শুরুতেই বলেছিলাম, যাই হোক আপনারা গুটি কয়েকজনকে নিয়েই সংসদে যান। এটাই গণতন্ত্র। হার-জিত, ভোট ডাকাতি যা-ই বলেন, আমাদের উচিত সংসদে যাওয়া। কিন্তু বিএনপি সংসদে গেল, সেটা ভুলভাবে। নির্বাচনের পর সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারত বিএনপি। তাদের দলের নেত্রী বেগম জিয়ার মুক্তি নিয়ে কথা বলতে পারত। কিন্তু এখন বিএনপি কোনো সংলাপ-সমঝোতা ছাড়াই সংসদে গেল। এখন তারা ভুলশুদ্ধের হিসাব করছে।’ ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ঐক্যফ্রন্টকে টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ। ঐক্যফ্রন্টের আরেক শরিক দল গণফোরামেও অস্থিরতা বিরাজ করছে। তার পরও আমি হতাশ নই। সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এই দুঃসময়ে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকাটাই জরুরি। তাই আমি জোট-ফ্রন্টের উদ্দেশে বলব, প্রতিকূল পরিবেশে সবাই এক থাকুন।’
শিরোনাম
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া