হতাশায় নুইয়ে পড়া আর কান্নায় ভেঙে পড়া ২০০৯ থেকে ২০১৮ সালের ছয়-ছয়টি ফাইনালে বাংলাদেশ ক্রিকেটের পরিচিত ছবি। ফাইনাল খেললেও শিরোপা উৎসবে মেতে ওঠা হয়নি টাইগারদের। সাজতে পারেনি রংধনুর রঙে। আনন্দের মেঘ হয়ে ভেসে বেড়ানো হয়নি নীল আকাশে। ডাবলিনে সপ্তম ফাইনালে হতাশা, বেদনা আর কান্নাকে পাথরচাপা দিয়ে শিরোপা উৎসবে মেতেছেন মাশরাফিরা। পূরণ করেছেন শিরোপার স্বপ্ন। বহু আরাধনার শিরোপা জিতে আত্মবিশ্বাসী টাইগাররা এখন ইংল্যান্ডে। স্টিভ রোডসের নেতৃত্বে ক্রিকেটাররা যখন ডাবলিন ছেড়ে পা রেখেছেন লন্ডনে, তখন অন্য বিমানে চড়ে ডাবলিন ছেড়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, মোহাম্মদ নাইম ও ইয়াসির আলী। পরিবারের সঙ্গে সময় কাটাতে তামিম দুবাইয়ে এবং টাইগার অধিনায়কসহ বাকিরা ফিরেছেন ঢাকায়। অবশ্য ইংল্যান্ডে বিশ্বকাপ দলের সঙ্গে মাশরাফি ও তামিম যোগ দেবেন ২৩ মে। বিশ্বকাপ শুরু ৩০ মে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু ২ জুন দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। ষষ্ঠবারের মতো ক্রিকেট মহাযজ্ঞে অংশ নিলেও মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের স্বপ্ন এবার আকাশ ছুঁই ছুঁই। মাশরাফির নেতৃত্বে টাইগাররা এবার স্বপ্ন দেখছেন প্রথমবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলার। বিশ্বকাপ মঞ্চে নামার আগে টাইগাররা আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে তিন জাতির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে। চ্যাম্পিয়ন হতে মাশরাফি বাহিনী তিনবার হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও একবার আয়ারল্যান্ডকে। বাংলাদেশ যখন আয়ারল্যান্ডে পা রাখে, তখনই শিরোপা স্বপ্নকে সঙ্গী করে নিয়ে আসে। ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটার সেঞ্চুরি করেননি ঠিকই, কিন্তু রানের ফল্গুধারা ছুটিয়েছেন সবাই। টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। ৩ ম্যাচে বাঁহাতি ড্যাসিং ওপেনারের রান ১৭৬। দুটি হাফসেঞ্চুরি করেছেন তামিম ও সাকিব। ফাইনালে ২৪ ওভারে ২১০ রানের টার্গেট বাংলাদেশ টপকে গেছে সৌম্যর ৬৬ ও মোসাদ্দেক হোসেন সৈকতের টর্নেডো গতির ৫২ রানে। ওভারপ্রতি সাড়ে ৮ রানের টার্গেট টপকাতে মোসাদ্দেক ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন মাত্র ২৭ বলে ৫ ছক্কা ও ২ চারে। শুধু ব্যাটসম্যানরা নন, গোটা টুর্নামেন্টে দারুণ বোলিং করেছেন মাশরাফি, মুস্তাফিজ। সব মিলিয়ে বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ক্রিকেটাররা। স্বপ্ন এখন দেখতেই পারেন ক্রিকেটাররা।
শিরোনাম
- লঙ্কানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল পাকিস্তান
- হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ