শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

বড় ধাক্কা খেলেন মমতা আসন কমে অর্ধেক

প্রতিদিন ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রীতিমতো গেরুয়াঝড় বয়ে গেছে। ২০১৪ সালে বিজেপি এখানে মাত্র ২টি আসন পেলেও এবার পেয়েছে ১৮টি। তৃণমূল ও অন্যদের ১৬টি আসন তারা ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আগের ১২টি আসন হারিয়ে পেয়েছে ২২টি। কমে গেছে প্রায় অর্ধেক আসন। পর্যবেক্ষকরা এ ফলাফলকে মমতার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। সূত্র : ভারতীয় গণমাধ্যম।

ভোটের ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২২ ও বিজেপি ১৮টি। কংগ্রেস আগের ২টি আসন হারিয়ে এখন ২টি এবং বামপন্থিরা আগের ২টি আসন হারিয়ে এখন দাঁড়িয়েছে শূন্য আসনে।

প্রসঙ্গত, ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ স্লোগান সামনে রেখেই এবার নির্বাচনী প্রচারে নেমেছিলেন মমতা ব্যানার্জি। প্রচারের শুরু থেকে শেষ পর্যন্ত মমতার টার্গেট ছিলেন একজনই, তিনি হলেন নরেন্দ্র মোদি। ‘এক্সপায়ারি প্রধানমন্ত্রী’ হোক কিংবা ‘ঝুটা প্রধানমন্ত্রী’- মোদিকে নিয়ে মমতার আক্রমণাত্মক এসব শব্দচয়নে সরগরম হয়েছে বাংলার রাজনীতি। কিন্তু শেষ পর্যন্ত মমতাকে বড় ধাক্কা খেতেই হলো।

সর্বশেষ খবর