শিরোনাম
বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা রাখবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা রাখবে

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, জাতীয় পার্টি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ভিতরে ও বাইরে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। এ জন্য পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে গড়ে তোলা হচ্ছে। গতকাল উত্তরার নিজ বাসভবনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আরও বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে, নুরুচ্ছাফা সরকার, আবদুর রব চৌধুরী টিপু প্রমুখ। এ সময় মো. নুরুচ্ছাফা সরকারকে আহ্বায়ক এবং আবদুর রব চৌধুরী টিপুকে সদস্য সচিব করে ১১২ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করেন জি এম কাদের। কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন- জসিমুল আনোয়ার খান, আলহাজ এম বোরহান উদ্দিন ফারুকী, কাজী মুজিবুর রহমান, মো. হান্নান চৌধুরী, মো. ছালেম, মাহমুদুল হক বেঙ্গল, আমিনুর রশিদ চেয়ারম্যান, মো. সোনা মিয়া, হারুনুর রশিদ ও মো. ইউসুফ।

সর্বশেষ খবর