নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকার ঘোষিত বাজেট সম্পর্কে বলেছেন, এই বাজেট গরিবের জন্য নয়, ভালো মানুষের জন্য নয়, দেশের জন্যও ভালো নয়। এ বাজেটে ধনীদের সুবিধা আর কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এতে জনকল্যাণের কিছুই নেই। সুতরাং এই বাজেট মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের বাজেট সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ড. জাহিদুর রহমান জাহিদ। এ সময় নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, মূলত সরকার গরিব মানুষদের কাছ থেকে টাকা নিয়ে বড় লোকদের দেবে, দুর্বৃত্তদের প্রশ্রয় দেবে। এই দুর্বৃত্তদের আরও বেশি করে সুযোগ-সুবিধা দেবে কালো টাকা জায়েজ করার মধ্য দিয়ে। জনকল্যাণমূলক কোনো কিছু এর (বাজেট) মধ্যে নেই। এই বাজেট যারা ভালো করে দেখতে পারবেন, তারা দেখবেন- আমাদের অর্থনীতির মধ্যে যে ফাটল সে ফাটলটি আরও বড় হবে। কালো টাকা সাদা করা সম্পর্কে মান্না বলেন, হোয়াইট মানির জন্য যদি ৩০ শতাংশ ট্যাক্স দিতে হয়, আর অন্যায্য কালো টাকার জন্য যদি ১০ শতাংশ ট্যাক্স দিতে হয়, তাহলে তারা অপেক্ষা করবে এজন্য যে- হয়তো আগামী বছর ১০ শতাংশের পরিমাণ আরও কমবে। মান্না বলেন, এখন বাংলাদেশের সরকারপন্থি বুদ্ধিজীবী শিক্ষাবিদ- তারা পর্যন্তও বলছেন, জিডিপির ছয় শতাংশ করা উচিত শিক্ষা খাতে। কিন্তু সেটা হচ্ছে না। এক কথায় আমরা বলতে পারি, ট্যাক্স সেশনের মধ্য দিয়ে ধনীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। ভ্যাটের ঋণ বাড়িয়ে শেষ পর্যন্ত মধ্যবিত্ত মানুষের কাছ থেকে টাকা নিয়ে বড় লোকদের সেটা দেওয়া হবে। এই উন্নয়ন কোনো উন্নয়ন নয়।
শিরোনাম
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
বাজেটে জনকল্যাণের কিছু নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর